গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় সাইফুল শেখ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কাশিয়ানী উপজলোর ভাটিয়াপাড়া ফ্লাওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মোতালেব শেখের ছেলে। পুলিশ জানায়, সকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাওভারে কাজ করছিলো শ্রমিকরা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী নড়াইল এক্সপ্রেস এর একটি বাস ফ্লাওভার পার হওয়ার সময় সাইফুল শেখকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুল শেখকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Discussion about this post