বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আবু তাহের বাবলু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সাব্বির আহমেদ বিদ্যুৎ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আতাউল হক। তিনি সোনাতলা উপজেলার উত্তর দীঘলকান্দি গ্রামের বাসিন্দা। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বেলাল সরকার, জুয়েল সরকার ও আলমগীর হোসেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৯ অক্টোবর আবু তাহেরকে পিটিয়ে গুরুতর আহত করেন সাজাপ্রাপ্ত আতাউল। ঐ দিন আবু তাহের জমি থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে আতাউল তার ওপর হামলা চালিয়ে গাছের ডাল দিয়ে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। ঘটনার পরের দিন ওই কৃষকের শ্যালক সেলিম আকন্দ বাদী হয়ে মামলা করেন। ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি আতাউলকে অভিযুক্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন সোনাতলা থানার তৎকালীন এস আই আ: ছালাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সাব্বির আহমেদ বিদ্যুৎ বলেন, সকল সাক্ষ্য প্রমাণে আতাউল হককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেন আদালত।
Discussion about this post