বিনোদন ডেস্ক: গেল ঈদুল আযহার সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং শুরুর আগে থেকেই গুঞ্জন উঠেছিল শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সেই গুঞ্জনে প্রথমে না করলেও পরবর্তীতে সাবিলা নূরই অভিনয় করেন সিনেমাটিতে। এরপর আর সাবিলাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার জনপ্রিয়তা বেশ চাঙা হয়ে ওঠে সিনেমা ইন্ডাস্ট্রিতে।সম্প্রতি ফের সাবিলাকে নিয়ে গুঞ্জন উঠেছে বেশ, যে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করছেন তিনি। কারণ ‘প্রিন্স’র শুটিংয়ে দ্বিতীয় নায়িকা নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে শুটিং শুরু করলেও এখন নায়িকা নিয়ে বেশ জলঘোলা হয়েছে।শাকিব খানের বিপরীতে সিনেমাটিতে দুই নায়িকার থাকার কথা। একজন তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা নিয়ে চলছিল নানা জল্পনা। তবে শেষমেষ কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।এতেই বেঁধেছে বিপত্তি। বর্তমান পরিস্থিতির কারণে কলকাতার কোনো নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে এই প্রজেক্টে যুক্ত করা হতে পারে বলেই ঘনিষ্ঠসূত্র থেকে জানা যায়। গেল ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছিল, তাই ভক্তদের একটি বড় অংশ সাবিলাকেই আবারও শাকিবের বিপরীতে দেখতে চাইছেন।এখন দেখা যাক, ভক্তদের ইচ্ছাই পূরণ হয় নাকি অন্য কেউ আসেন শাকিবের নায়িকা হয়ে।প্রসঙ্গত, ‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই ছবিটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মাঝে ব্যাপক ঝড় তুলেছিল। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ অবতার দেখা যাবে।























































Discussion about this post