আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার পেরুতে বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে। জানা যায়, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০২১ সালে দেশটির আন্দিজ পর্বত সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন। এদিকে, দেশটিতে বামপন্থি প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় সরকারবিরোধী বিক্ষোভ চলছেই। সাত সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে সংঘর্ষে প্রায় ৬০ জন নিহত হয়েছেন।
Discussion about this post