স্পোর্টস রিপোর্ট: কাতার বিশ্বকাপের আগে নিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখে চলেছেন নেইমার জুনিয়র। আরও একবার নিজেকে মেলে ধরলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমারের একমাত্র গোলে ফরাসি লিগ ওয়ানের আজ মার্শেই এর বিপক্ষে ০-১ গোলে জয় পেয়েছে পিএসজি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেছেন নেইমার। লিগ ওয়ানে এ নিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইল পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা। ১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পিএসজি। সমান ম্যাচে ৭ জয় এবং ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে চতুর্থ স্থানে। এদিকে, ইনজুরি কাটিয়ে আজ ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে পিএসজির শুরুর একাদশে ফিরেছেন লিওনেল মেসি। আর তাতে ফরাসি জায়ান্টদের আক্রমণভাগও হয়ে উঠেছিল দারুণ শক্তিশালী। একের পর এক আক্রমণ শানিয়েছে এমএনএম ত্রয়ী।
Discussion about this post