ঢাকা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার পে-স্কেল নিয়ে কোনো গেজেট প্রকাশ করবে না। এমনকি সিদ্ধান্ত বা বাস্তবায়নও করবে না। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফাওজুল কবির বলেন, সরকারি চাকরিজীবীদের পে-স্কেলের জন্য এই সরকার একটি পে কমিশন গঠন করেছিল। পে কমিশন শুধুমাত্র তাদের সুপারিশ জমা দিয়েছে সরকারের কাছে। তিনি আরও বলেন, এই সরকার পে-স্কেল নিয়ে কোনো গেজেট প্রকাশ করবে না, সিদ্ধান্ত নেবে না এবং বাস্তবায়নও করবেন না। জ্বালানি উপদেষ্টা আরও বলেন, নির্বাচিত সরকার এসে যাতে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে পারে সেজন্য এই সরকার অনেক কাজ এগিয়ে রেখেছে। নির্বাচিত সরকার এসে পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করবে। এছাড়া পে-স্কেল ঘোষণার ফলে জিনিসপত্রের দামে কোনো প্রভাব পড়বে না বলেও জানান ফাওজুল কবির খান।
























































Discussion about this post