বিশেষ প্রতিবেদন:রংপুরের পীরগঞ্জ উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের মির্জাপুর ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।হত্যার শিকার আছমা বেগম (৪২) উপজেলার ভবানীপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী। তার বাবার নাম আলেফ উদ্দিন।পরিবার সূত্রে জানা যায়, আছমা বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন। তার একমাত্র কন্যা বিবাহিত ও স্বামী বিদেশে অবস্থান করছেন। ঘটনার দিন আছমা বেগমের ফোনে কোনো সাড়া না পেয়ে স্বামী মালয়েশিয়া থেকে পাশের বাড়ির একজনকে ফোন করে খোঁজ নিতে বলেন। রাত আনুমানিক ১২টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আছমার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পীরগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়।পীরগঞ্জ থানার ওসি এবং ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আমরা তদন্ত শুরু করেছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
Discussion about this post