আন্তর্জাতিক ডেস্ক:নাইজেরিয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে লাসা জ্বরে আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (এনসিডিসি)। এ সময়ে মোট ৬৪৫ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মৃত্যুর হার ১৮ দশমিক ৩ শতাংশ।ইঁদুরজাতীয় প্রাণীর মল বা প্রস্রাবের মাধ্যমে ছড়ানো এই ভাইরাস প্রথম ১৯৬৯ সালে দেশটির বোর্নো রাজ্যে শনাক্ত হয়। বছরের পর বছর ধরে এই রোগ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে, যেখানে নিরাপদ খাদ্য সংরক্ষণের ব্যবস্থা অপ্রতুল।এনসিডিসির মহাপরিচালক জিদে ইদ্রিস জানান, বর্তমানে ৩৩টি রাজ্যে লাসা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এসব রাজ্যের পাঁচটিতে অন্তত ২০ জনের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা প্রচার চালানো হলেও দরিদ্র গ্রামীণ এলাকাগুলোতে পরিবেশগত স্বাস্থ্যবিধির উন্নতি হয়নি, যার ফলে ইঁদুর সহজেই মানুষের বাসস্থানে প্রবেশ করছে। চিকিৎসা কেন্দ্রগুলোতে কর্মী সংকট থাকায় এবং রোগীরা যথাযথ চিকিৎসা নিতে দেরি করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
Discussion about this post