নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব-৫ নাটোর সিপিসি-২ ক্যাম্পের একটি অভিযানিক দল। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। পরে তাঁকে মান্দা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মামুনুল ইসলাম ওরফে মামনুল (৪৮)। সে উপজেলার কশব ইউনিয়নের বাসিন্দা। এদিন বিকেলে তাঁকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল জানতে পারেন, ধর্ষণ মামলার আসামি মামুনুল ইসলাম ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মামুনুলকে গ্রেফতারসহ মান্দা থানায় হস্তান্তর করা হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, গ্রেফতারকৃত মামুনুলকে শুক্রবার বিকেলে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নে বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ করে মামুনুল ইসলাম। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে মামুনুল বিভিন্ন অজুহাতে টালবাহান করে। ঘটনায় ভুক্তভোগী নারী মান্দা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে মামুনুল পলাতক ছিল।
Discussion about this post