ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। সিনিয়র জিএম (মহাব্যবস্থাপক) থেকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত ৯৫ জনের পদোন্নতি হয়েছে। ডিএসই সূত্রমতে পদোন্নতি পেয়েছেন ৯৫ জনের মধ্যে জিএম থেকে সিনিয়র জিএম ২ জন, ডিজিএম থেকে জিএম ৩ জন, এজিএম থেকে ডিজিএম ৩ জন, সিনিয়র ম্যানেজার থেকে এজিএম ১৯ জন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার ১৫ জন, ডেপুটি ম্যানেজার থেকে ম্যানেজার ২৯ জন, সিনিয়র এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার ২৯ জন, এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার ১০ জন। এছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ হয়েছেন ৬ জন, সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র এক্সিকিউটিভ ১ জন, অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ২ জন, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট ১ জন, জিএসএস থেকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট হয়েছেন ৬ জন।
Discussion about this post