আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একটি ‘রোমাঞ্চকর’ ঘোষণা দিতে যাচ্ছেন, যা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করার পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে এই তথ্য জানা গেছে। ট্রাম্প তার আগের বক্তব্যে বারবার এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।হোয়াইট হাউসের দৈনিক সূচি অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ওভাল অফিস থেকে স্থানীয় সময় দুপুর ২টায় এই ঘোষণা দেবেন। তবে ঘোষণার বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে কেবল বলেছেন, প্রেসিডেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি ‘রোমাঞ্চকর’ ঘোষণা দেবেন।এর আগে ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করে বলেছিলেন যে, তিনি অন্তত ছয়টি যুদ্ধ শেষ করে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তবুও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি একাধিকবার এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিরক্ষা’ শব্দটি খুবই ‘প্রতিরক্ষামূলক’। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মন্ত্রণালয়ের নাম ছিল ‘যুদ্ধ মন্ত্রণালয়’। তার মতে, নামটি আক্রমণাত্মক নীতিকে প্রতিফলিত করবে, যা আমেরিকার জন্য প্রয়োজন।ট্রাম্প বিশ্বাস করেন, নাম পরিবর্তনের জন্য যদি কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়, তবে আইন প্রণেতারা তাতে রাজি হবেন।
Discussion about this post