কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক ডাকাতরা হচ্ছে- নয়াপাড়া ক্যাম্পের আক্তার হোসেন, মো: হাসান, মোহাম্মদ নুর, সাইফুর রহমান, নুরুল আমীন, শাহিন, মো: ইলিয়াস, মো: রফিক, খাইরুল আমীন ও মো: ইলিয়াস বুধবার ভোর ৪টায় টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, গোপনে সংবাদ পেয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১০ জন রোহিঙ্গা ডাকাতদের পুলিশ আটক করেছে।
Discussion about this post