সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তাওহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার রাতে জেলার সলঙ্গা থানায় ফুড ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত তাওহিদুল ইসলাম ফরিদপুর জেলার বোয়ালিয়া থাকা চালিনগর গ্রামের ওসমান মোল্লার ছেলে। সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট আবুল হাসেম সবুজ। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই জাল নোটের ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post