আন্তর্জাতিক ডেস্ক: গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভোটদানে বিরত থাকায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাশিয়া। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে। জাতিসংঘে ভারসাম্য অবস্থানের জন্য ভারতের প্রতি আমরা (রাশিয়া) কৃতজ্ঞ। ভারত সংকটের (ইউক্রেন) গভীরতা বুঝতে পেরেছে।’ গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক হামলার প্রতিক্রিয়ায় নিন্দা প্রস্তাব উত্থাপন হয়। সেখানে ভারত ভোটদানে বিরত থাকে। আর রাশিয়া ভেটো প্রদান করে। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি বলেন, ‘ইউক্রেন ইস্যুতে উভয় পক্ষের সংলাপের মাধ্যমে একমাত্র ইউক্রেন সংকটের সমাধান সম্ভব।’ এর আগে গত সপ্তাহে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ হয় রুশ প্রেসিডেন্ট পুতিনের। মোদি কূটনৈতিক সংলাপ এবং আলোচনার পথে ফিরতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। রাশিয়া এবং ন্যাটো জোটের বিরোধ একমাত্র সৎ এবং দায়িত্বপূর্ণ আলোচনার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন মোদি। পুতিনও ইউক্রেন সংশ্লিষ্ট সাময়িক ঘটনাবলীর বিষয়ে নরেন্দ্র মোদিকে অবহিত করেছিলেন।
Discussion about this post