আন্তর্জাতিক ডেস্ক: ভিক্টোরি ডে সামরিক বাহিনীর কুচকাওয়াজে প্রথমবারের মতো বুধবার (৩ সেপ্টেম্বর) ভূমি, জল ও আকাশভিত্তিক কৌশলগত বাহিনী বা পারমাণবিক ট্রায়াড প্রকাশ করেছে চীন। এই ট্রায়াডকে চীনের সামরিক শক্তির একটা মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। এই ট্রায়াডের মধ্যে অন্তর্ভুক্ত ছিল— জিংলেই-১: আকাশভিত্তিক দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র; জু ল্যাং-৩: সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র; দোংফেং-৬১: স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রকারের দোংফেং-৩১: আধুনিক স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রএই অস্ত্রগুলো চীনের কৌশলগত ‘ট্রাম্প কার্ড’ হিসেবে বিবেচিত, যা দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
Discussion about this post