স্পোর্টস রিপোর্ট: এখনও বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে পারে। কেননা আজকের এক ঘন্টা এবং আগামীকালের ৯০ ওভারের মধ্যে শ্রীলঙ্কাকে অল্প রানে গুটিয়ে দিতে পারলেই বাংলাদেশ জয় ছিনিয়ে নিতে পারে। অবশ্য ম্যাচে বাংলাদেশের হরার সম্ভাবনা খুব কম। কেননা ফর্মে ফিরেছে মুশফিক। তামিমও খেলায় ফিরেই রান পেয়েছেন। ফর্মে আছেন লিটন ও জয়। টিমে আছে সাকিব মতো সেরা অলরাউন্ডার আর নাঈমের মত দক্ষ স্পিনার। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনংসে অলআউট হয়েছে ৪৬৫ রানে। বাংলাদেশর পক্ষে তামিম ১৩৩, জয় ৫৮, মুশফিক ১০৫, লিটন ৮৮, সাকিব ২৬ ও তাইজুল ২০ রান করেছে। শ্রীলঙ্কার বোলারদের পক্ষে রাজিথা ৪টি ও আসিতা ৩টি উেইকেট পেয়েছেন। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে।
Discussion about this post