ঢাকা: চট্টগ্রাম নগরীতে অজ্ঞাত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আজিয়ার রহমান বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত কারণে দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে যায়। পরে বন্দর থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ করছে ওসি স্যারের নেতৃত্বে একাধিক পুলিশের টিম।






















































Discussion about this post