স্পোর্টস রিপোর্ট: যেখানে একজন গোলরক্ষকের মূল কাজ প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে নিজেদের গোলবার অক্ষুণ্ন রাখা সেখানে তিনিই যখন একটি গোলের কারণ বনে যান তখন তা হয় অসাধারণ কিছু। ফুটবলের ইতিহাসে গোলরক্ষকের সরাসরি গোল করার রেকর্ড যেমন আছে তেমনি গোল করানোর রেকর্ডও আছে। তেমনই এক রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা এডারসন মোরায়েস। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন তিনি। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় ম্যানসিটি। মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশের হ্যাটট্রিকে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। আর এই ম্যাচেই প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটির গোলরক্ষক এডারসন। ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মারমুশ। এই গোলে অসাধারণ অ্যাসিস্ট করেন এডারসন। এই ব্রাজিলিয়ান নিজের বক্স থেকে বেশ বাইরে বেড়িয়ে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই বলটি ধরে নিউক্যাসলের এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব শটে গোল করেন মারমুশ। বলটি জালে জড়াতেই ডিফেন্ডাররা উদযাপনে মাতেন এডারসনের সঙ্গে। এর মাধ্যমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬টি গোলের অ্যাসিস্টের মাইলফলকে নাম লেখান সিটির এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি ৫ গোলে সহায়তা করা গোলরক্ষক ছিলেন পল রবিনসন। তাকে ছাড়িয়ে যাওয়া এডারসন শুধু এই মৌসুমেই ৩টি অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স ও বার্নলির হয়ে। উল্লেখ্য, এডারসন সিটির হয়ে সবমিলিয়ে ৭টি গোলে অ্যাসিস্ট করেছেন। এর মধ্যে ইপিএলে ৬ এবং চ্যাম্পিয়নস লিগে একটি অ্যাসিস্ট করেছেন। এন্ডারসন প্রিমিয়ার লিগে তিনবার গোল্ডেন গ্লাভসও জিতেছেন।
Discussion about this post