ঢাকা: বৃষ্টি কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত শনিবার ঢাকায় তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা ভ্যাপসা গরমে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে।তবে গরমে ক্লান্ত মানুষদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, এ সপ্তাহেই দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে। এতে কমবে গরমের তীব্রতা।সোমবার (২০ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে আশা করা হচ্ছে।পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে।২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Discussion about this post