কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের প্রয়াত ১০ জন ভাষাসৈনিককে সম্মাননা দিয়েছে বীর মুক্তিযোদ্ধা ডাকসু’র প্রথম জিএস মাহবুব জামান ও বুয়েটের প্রথম জিএস হিলাল উদ্দিন নেতৃত্বাধীন ‘আমরা একাত্তর’ নামক একটি সংগঠন। আজ শনিবার দুপুরে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ মিলনাতয়নে আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিকদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক সনদপত্র তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন আশরাফুদ্দিন আহম্মদ, মিছিরউদ্দীন আহমেদ, এ.বি মহিউদ্দিন আহম্মদ, গঙ্গেশ সরকার, শামসুল হক গোলাপ মিয়া, হেদায়েত হোসেন, হায়দার আলী, মু. আবু সিদ্দীক, আমিনুল হক ও এ্যাডভোকেট এম. এ মতিন। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন ভাষাসৈনিকদের সন্তান অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, রবীন্দ্র সরকার, আসাদুজ্জামান জুয়েল, আহমেদুল কবীর মামুন প্রমুখ। অনুষ্ঠানে আমরা একাত্তর’র কিশোরগঞ্জের সংগঠক অশোক সরকার জানান, দেশের ৫৩টি জেলায় একযোগে আমরা একাত্তর সংগঠনের উদ্যোগে ভাষা সৈনিকদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে। এ সময় তিনি প্রতি জেলায় সরকারী ব্যবস্থাপনায় ভাষা সৈনিকদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলক শহীদ মিনারের পাশে স্থাপনের দাবি জানান। এ জন্য তিনি দলমত নির্বিশেষে সকলকে এ বিষয়ে জনমত সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জের প্রায় ২৫ জন ভাষাসৈনিক রয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে এ বছর সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে। বাকীদের ভবিষ্যতে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তাঁদের মধ্যে ১০ জনকে এ বছর সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে। বাকীদের ভবিষ্যতে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
Discussion about this post