ঢাকা: নির্বাচনে কারচুপি জালিয়াতি এড়াতেই ইভিএম পদ্ধতি ব্যবহার করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলির সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লায় জনসভাকে কেন্দ্র করে এলডিপি নেতার ওপরে যে হামলা হয়েছে এই ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেবে না আওয়ামী লীগ। এটা নিয়েও বিএনপি স্বভাবগতভাবে বক্তব্য দিয়েছে। কিন্তু এলডিপি নেতার ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক লীগের দুইজন কর্মী আহত হয়েছে তা বলেনি।’ বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারকে কেন পদত্যাগ করতে হবে, সরকার কী অপরাধ করছে?’ ‘দর কষাকষি করে কোনো লাভ নেই’ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘দলের অস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। পৃথিবীর বহুদেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। জনগণের ইচ্ছায় ক্ষমতার পরিবর্তন হবে, কারো দাবিতে নয়।’ ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠিত হবে। দিবসটি পালন করতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, শফিকুল চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতিপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।
Discussion about this post