আন্তর্জাতিক ডেস্ক: করোনা বিশ্বজুড়ে সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার (২৭ মার্চ) সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৭৫১ জন। একই সময়ে করোনায় মৃত্যুবরণ করছেন ৬১ লাখ ৪৫ হাজার ৪৪১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৭২০ জন।ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১৬ লাখ ১৪ হাজার ২৫৫ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৩ হাজার ৪১৮ জন।
Discussion about this post