পাবনা প্রতিনিধি: পাবনায় নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের মা হলেন সুমি খাতুন। তিন শিশুর নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা। মা ও তার তিন কন্যা সন্তান সুস্থ আছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পাবনা জেনারেল হাসপাতালে ওই তিন শিশুর জন্ম হয়। সুমি খাতুন চাটমোহর উপজেলার ছোটগুয়াখরা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। আলতাব হোসেন পাথাইলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তাদের ঘরে ছয় বছর বয়সী আরেকটি ছেলে সন্তান আছে। কন্যা সন্তান পেয়ে তারা খুশি। জানা গেছে, হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টায় একটি, ১১টায় একটি এবং সোয়া ১১টায় আরও একটি কন্যা সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। নরমাল ডেলিভারির মাধ্যমে তিন কন্যা সন্তান প্রসব করেন তিনি। আলতাব হোসেনের ভাই রাব্বি জানান, মা ও তিন কন্যা সন্তান ভালো আছেন এবং পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। কন্যা তিন জনের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা।
Discussion about this post