ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আবারও গণমিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, আপনারা জানেন আমাদের একদফার আন্দোলন চলমান। ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজপথে যুগপৎ ধারায় বিএনপিসহ সক্রিয় রাজনৈতিক জোট আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করবে।’ শনিবারে বিএনপির ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণ বিকেল তিনটায় আলাদাভাবে এ কর্মসূচি পালন করবে। যুগপৎভাবে কর্মসূচি করতে এরি মধ্যে সমমনা দল এবং জোটের নেতাদেরকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি।
Discussion about this post