ঢাকা: ঈদকে সামনে রেখে শ্রমিকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং শ্রমিকদের যেন কোনো অসন্তোষ না থাকে সে ব্যাপারে একমত হয়েছে মালিক- শ্রমিক নেতারা। বুধবার (২০ মার্চ) সচিবালয়ে তিন পক্ষের বৈঠক শেষে এসব জানান শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন, বোনাস দিতে হবে। এ ব্যাপারে একমত হয়েছেন শিল্প মালিকরা। সেইসাথে ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না বলেও তাদের নির্দেশ দেয়া হয়েছে। নজরুল ইসলাম চৌধুরী বলেন, পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরইমধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠকে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ নিয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে ছিলো বেশিরভাগ দেশ। যেসব বিষয় সমাধান হয়নি তা নিয়ে সামনে নভেম্বর আলোচনা হবে।
Discussion about this post