ইবি প্রতিনিধি: ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্বদ্যিালয়ের আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছুটি শেষে আগামী ২৯ এপ্রিল সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে। বুধবার প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেন। এদিকে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন দাফতরিক কার্যক্রম বন্ধ ঠিক ততদিনই আবাসিক হলসমূহ বন্ধ থাকছে। এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল।
Discussion about this post