ঢাকা: আজ থেকে ২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি সম্প্রতি হঠাৎ করে অস্বাবাবিকভাবে বেড়ে গিয়েছিল পেঁয়াজের দাম। বাজারে সেটা এখন আরও অনেকটাই কমেছে। তাই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপণ্যটির দাম কমিয়ে ২০ টাকায় এনেছে, যা এতদিন ছিল ৩০ টাকা। আজ রোববার থেকে নতুন এই দরে পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তারা। দাম কমানোর বিষয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় টিসিবি। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমিয়ে বাজারের বর্তমান দরের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে এখন থেকে প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। উল্লেখ্য, বর্তমানে ঢাকায় তেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ছোলা ও খেঁজুরবিক্রি করছে টিসিবি। আর ঢাকার বাইরে খেজুর ছাড়া বাকি সব পণ্যই পাওয়া যাচ্ছে টিসিবি দোকান বা ট্রাকে। টিসিবির প্রতি লিটার তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
Discussion about this post