ঢাকা: আগামীকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে রেইড (অভিযান) শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, যেহেতু মাদকের বিষয় আছে, নারকোটিকস থাকবে। ডিএমপি, সিটি করপোরেশন থাকবে। এই রেইডগুলো নিয়মিতভাবে একটা সময় পরপর হবে। আজ বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, রাজু ভাস্কর্যের পেছনের গেট চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেট সংলগ্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। মনিটর করার জন্য গণপূর্তের পক্ষ থেকে কমিটি করা হবে। আসিফ মাহমুদ বলেন, উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকায় অপরাধ সংগঠিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ডিএমপি মনিটর করবে এবং উদ্যানের জন্য একটি পুলিশ বক্স স্থাপন করা হবে।
Discussion about this post