আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে আধুনিক সমরাস্ত্র সরবরাহ করলে রাজধানী কিয়েভে ধ্বংসাত্মক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা পাঠিয়েছে রাশিয়া। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে আনুষ্ঠানিক একটি কূটনৈতিক প্রতিবাদসহ বাইডেন প্রশাসনের কাছে ধারাবাহিক কয়েকটি সতর্ক বার্তা পাঠিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন,‘দিমাশ’ নামে পরিচিত ওই কূটনৈতিক নোটটি নিয়মিত চ্যানেলের মাধ্যমেই পাঠানো হয়েছে। তবে নোটটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার উর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর নেই। ওই কর্মকর্তাদের একজনের মতে, কূটনৈতিক নোটে কারও স্বাক্ষর না থাকলেও যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র পাঠিয়েছে তা যুদ্ধে প্রভাব ফেলছে বলে ধারণা করা যায়। অন্যথায় রাশিয়া ওই রকম কোনো নোট পাঠাতো না। তবে, রাশিয়ার পক্ষ থেকে ওই নোট দেওয়ার পরদিনই আরও ৮০ কোটি মার্কিন ডলার অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার এ হুঁশিয়ার নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বরং ভবিষ্যতে ইউক্রেনে কীভাবে রুশ হামলা মোকাবেলা করা যায়, সে সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তারা আলোচনা করছেন বলেও জানিয়েছেন ওই দুই কর্মকর্তা।
Discussion about this post