বিনোদন ডেস্ক: ৮ মে রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই বিভিন্ন মহলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। সমাধান সূত্র পেতে ছবির নির্মাতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অবশেষে এল সেই রায়। এই প্রাচীন কৌশলটি জেনে আমি এক সপ্তাহে ছোট হয়েছি। ফেসিয়াল রিজুভেনেশন ফর্মুলা এখন নাও… এই প্রাচীন কৌশলটি জেনে আমি এক সপ্তাহে ছোট হয়েছি আমি আমার মায়ের কাছ থেকে এই সম্পর্কে শিখেছি, যিনি 20 বছরের ছোট দেখায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এই ছবি প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। ফলে সিনেপ্রেমীদের মধ্যে ফের ছবিটি দেখার উৎসাহ চোখে পড়েছে। পশ্চিমবঙ্গে এই ছবির পরিবেশক শতদীপ সাহা বলেন, খুবই ভাল লাগছে। এটা সিনেমা ব্যবসার জন্য খুবই ভাল সিদ্ধান্ত। এর আগে শতদীপ জানিয়েছিলেন, ছবিটি রাজ্যে ৯২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। প্রথম ৩ দিনে বক্স অফিসে ছবির ব্যবসা দাঁড়িয়েছিল প্রায় দেড় কোটি টাকা। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আসার পর নড়েচড়ে বসেছেন রাজ্যের হল মালিকরা। শতদীপ বললেন, খুব ভাল সাড়া পাচ্ছি। পরপর হল মালিকদের ফোন আসছে। অনেকেই আবার ছবিটা দেখাতে চেয়েছেন। শেষ পর্যন্ত কী পরিস্থিতি দাঁড়াবে দেখা যাক।
Discussion about this post