নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার নীলফামারী প্রতিনিধিমোতালেব হোসেন হক হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার (০৮ এপ্রিল) রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে একদল সন্ত্রাসী এই হামলা চালা প্রত্যক্ষদর্শী ও সিসি ক্যামেরার ফুটেজ মতে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে একটি দোকানে খরচ করছিল মোতালেব হোসেন । এ সময় ১৭ থেকে ২০ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায় মোতালেব হোসেনের ওপর। এসময় তাকে বেধড়ক কিল, ঘুষি থাপ্পড় মারতে থাকে, একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে চলে যায় দুর্বৃত্তরা। এ অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন মোতালেব হোসেনের ওপর হামলার খবর শহরে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা একে একে হাসপাতালে ভিড় জমাতে থাকেন। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চতুর্থ তলায় ২ নম্বর কেবিনে চিকিৎসাধীন মোতালেব হোসেন হক। আজ শনিবার (৯ এপ্রিল) সকালে তিনি বলেন, হামলাকারীদের আমি চিনিতে পেরেছি। এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব। কি কারনে হামলা করতে পারে জানতে চাইলে মোতালেব বলেন আমি কয়েকদিন আগে দৈনিক দাবানলে একটি সংবাদ প্রকাশ করি। সেখানে সৈয়দপুর রেলওয়ে জায়গা অবৈধভাবে দখল করে একটি মহল মার্কেট তৈরী করছে। এরই রেশ ধরে দখলকারীরা এই হামলা চালিয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন বলেন হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশের পক্ষে আহত মোতালেব হোসেনের সাথে কথা বলা হয়। তিনি লিখিত অভিযোগ দিতে চেয়েছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post