ঢাকা : জাতীয় পার্টি ভোগের নয়, ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ। তিনি বলেন, জাপার সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এটি মনে-প্রাণে বিশ্বাস করতেন বলেই তিনি সময় সুযোগ পেলে জনগণের মাঝে ছুটে যেতেন। আর বর্তমান রাজনীতিবিদদের মধ্যে বর্তমানে এটি অনুপস্থিত।’ রবিবার নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মাতুয়াইলে পবিত্র রমজান উপলক্ষে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আসুদ এসব কথা বলেন। মীর আব্দুস সবুর আসুদ বলেন, ‘বর্তমানে মানুষের কষ্টের শেষ নেই। প্রতিনিয়তই মানুষ যুদ্ধ করছে। কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে নেই। চারদিকেই শুধু হাহাকার। তবে এ হাহাকার অবস্থা বন্ধ করতে সরকারের কোনো প্রচেষ্টা নেই। সরকার গণমানুষ থেকে অনেকটা বিচ্ছিন্ন। আর এমন অবস্থা চলতে থাকলে মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি হবে।’ জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী আসুদ মনে করেন, ‘মানুষের ক্ষোভ বিক্ষোভ থামাতে হলে সরকারকেই এগিয়ে আসতে হবে। মানুষের অভাব-অভিযোগের কথা শুনতে হবে। বিরোধী দলের সঙ্গে সরকারের সুসর্ম্পক তৈরি করতে হবে।’ আসন্ন পবিত্র ঈদুল ফিতরে জনগণ যাতে সুলভ মূল্যে পণ্য কিনতে পারে সেজন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান মীর আব্দুস সবুর আসুদ। তার মতে, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আগামীতে জাতীয় পার্টি আরো বেশি সুসংহত হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন আরো বেশি শক্তিশালী হবে।
Discussion about this post