মোস্তাফিজুর রহমান সুজন: শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৃহত্তর বাজার সৃষ্টি করা হবে। একই সাথে সভ্যতার বির্বতনে যে সকল ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে নারীদের অধিক অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। শিল্পমন্ত্রী বলেন প্রধান মন্ত্রীর নির্দেশ আছে নারীদেরকে বেশি প্রাধন্য ও অগ্রধিকার দিতে হবে। আ.লীগ সরকারের উন্নায়ন কে বাংলদেশের সর্বত্রে পৌছে দিতে হবে। আমরা সরকারের দল না দলের সরকার। রবিবার সকালে পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা বিক্রেতা সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আ স ম ফিরোজ, এস এম শাহজাদা, মহিবুর রহমান এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, এ্যাড. আফজাল হোসেন, এ্যাড. হাফিজুর রহমান জেলা পরিষদ চেয়ারম্যান, কাজী আলমগীর হোসেন সভাপতি জেলা আ.লীগ, ভিপি, আব্দুল মান্নান সাধারন সম্পাদক, জেলা আ.লীগ পৌর মেয়র মহিউদ্দিন আহম্দেম সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার প্রমুখ। এর আগে মন্ত্রী মেলা প্রাঙ্গনে পৌছে বেলুন ফেষ্টুন ও পায়রা উড়িয়ে মেলার উউদ্ভোধন করেন। এবং পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আগামী ১৪ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবার কথা রয়েছে। পরে মন্ত্রী পদ্মা সেতু কেন্দ্রিক টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক এক সেমিনারে অংশ গ্রহন করেন।
Discussion about this post