আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত আহমেদাবাদে বিস্ফোরণের ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় গুজরাটের একটি বিশেষ আদালত। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০০৮ সালের ২৬ জুলাই তারিখে ৭০ মিনিটের ব্যবধানে শহরের বিভিন্ন এলাকায় ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মোট ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল। এ হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী হরকাতুল-উল-জিহাদ-আল-ইসলামি জড়িত থাকার দাবি করেছিল। পরে পুলিশের তদন্তে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছে স্টুডেন্টস মুভমেন্ট অব ইন্ডিয়ার নেতা সাফদার নাগোরি।গত ৮ ফেব্রæয়ারি প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আদালত রায় ঘোষণা করেন। আহমেদাবাদে বিস্ফোরণের আগে জয়পুর এবং বেঙ্গালুরুতেও ধারাবাহিক বোমা হামলার ঘটনা ঘটেছিল।আহমেদাবাদে অধিকাংশ বোমা হামলা শহরের বাস টার্মিনালে হয়েছিল। কারণ সেখানে মানুষের উপস্থিতি বেশি থাকে। প্রথম বিস্ফোরণ শুরুর প্রায় ৪০ মিনিট পরে দুইটি হাসপাতালের ভেতরে বোমা হামলার ঘটনা ঘটে। পরে জানা যায়, হামলা শুরুর পাঁচ মিনিট পূর্বে সব সংবাদমাধ্যমে একটি ইমেইল পাঠানো হয়। ২০০২ সালে গুজরাটে গোধার ট্রেনে আগুনকে কেন্দ্র করে দাঙ্গার প্রতিশোধ হিসেবে কিছুক্ষণের মধ্যে প্রতিশোধের কথা লেখা ছিল। এ ছাড়া, বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীকে সিনেমা থেকে বিরত থাকতে বলা হয়। সেসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Discussion about this post