ঢাকা: শিক্ষক-শিক্ষার্থীদের সমালোচনার পর অবশেষে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মধ্যে কোনো পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ অক্টোবরের আগে এবং ১১-১৬ অক্টোবর কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দ্বায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ডিনস কমিটির এক সভায় ৭ অক্টোবরের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না ও ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না মর্মে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম পরীক্ষার ১ মাস আগে নোটিশ দিব। তাই এর আগে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই।আর আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছে তাদের কথা চিন্তা করে পূজার জন্য ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ সহ কয়েকটি বিভাগে পূজার দিনে পরীক্ষার তারিখ ফেলা হয়েছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে। পরবর্তীতে ডিনস কমিটির এক সভায় দুর্গা পূজার নির্ধারিত দিনগুলোতে কোনো পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, এ বছর নির্ধারিত সময় অনুযায়ী ১১ অক্টোবর ষষ্ঠী, ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী এবং ১৫ অক্টোবর বিজয়া দশমী পালন করা হবে।
Discussion about this post