ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে পুলিশের চেকপোস্ট দেখে সিএনজি রেখে দ্রুত পালিয়ে যায় চালক। ফেলে যাওয়া সিএনজি জব্দ কালে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। অফিসার ইনচার্জ সুখেন্দু বসু জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশ চেক পোস্ট বসালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া রিয়া পরিবহন হতে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কৃত গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discussion about this post