নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫ জন ইমো হ্যাকারকে আটক করেছে র্যাব-৫। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর (চিনির বটতলা) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, একই উপজেলার রামকৃষ্ণপুর পূর্বপাড়ার আঃ রহিমের ছেলে শাকিল আহমেদ শাকিব (২৩), নাজিম উদ্দিনের ছেলে সলিম আলী(২০), জিয়ারুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (১৯), মহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত নাজিম প্রামাণিকের সোহেল রানা (২৮), শফিকুল ইসলামের ছেলে মুহাইমিনুল (২৭)। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নের্তৃত্বে নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় মোবাইল ফোনে ইমো অ্যাপস ব্যবহার করে হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক টাকা হাতিয়ে নেওয়ায় ওই ৫জন ইমো হ্যাকারকে আটক করে র্যাব। এসময় আটককৃতদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, ৫টি মোবাইল সেট ও ১১টি সিম কার্ড জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফটওয়্যারে অবৈধ প্রবেশপূর্বক মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপনপূর্বক বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
Discussion about this post