আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশে মারাত্মক দাবদাহ চলছে। দেশটির আবহাওয়া অফিস থেকে কয়েকটি রাজ্যে ধুলি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া কেরালা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ও পাঁচ জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল রবিবার দিল্লিতে সফদরজং আবহাওয়া অফিস ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। একই দিন দিল্লির উত্তর-পশ্চিমে মুঙ্গেশপুর ও দক্ষিণ-পশ্চিমে নাজাফগড় আবহাওয়া অফিস যথাক্রমে ৪৯ দশমিক ২ ও ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এ ছাড়া উত্তর প্রদেশের বুন্দেলখান্দ অঞ্চলের বান্দা জেলায় সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি ওই রাজ্যের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৯৪ সালের ৩১ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) আরও জানিয়েছে, হিমাচল, হরিয়ানা, দিল্লি, জম্মু, কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, পাঞ্জাব ও বিহার রাজ্যে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বা বেশি তাপমাত্রা ছিল। আর উত্তর প্রদেশের পূর্ব ও উত্তরাঞ্চল এবং মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল।
Discussion about this post