বিজ্ঞান ও প্রযুক্তি: চাহিদা বাড়তে থাকায় এফ-১৫০ লাইটনিং মডেলের পিকআপের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, উৎপাদন বাড়াতে প্রতিষ্ঠানটি আরও ২৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায়, যাতে বছরে যেন তারা আরও ৮০ হাজার পিকআপ বাজারে আনতে পারে। ফোর্ড মোটরের আমেরিকা ও আন্তর্জাতিক বাজার বিভাগের প্রধান (সভাপতি) কুমার গালহোত্রা এ তথ্য নিশ্চিত করেছেন। গালহোত্রা জানান, বর্ধমান চাহিদার বাজার ধরতে বিনিয়োগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে ফোর্ডের কারখানায় কর্মঘণ্টাও বাড়ানো হবে। বর্তমানে দৈনিক সাড়ে ৪ জন দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এর আগেই ফোর্ড কর্তৃপক্ষ সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিবেশের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি পাওয়ায় গ্রাহকরা বর্তমানে গ্যাসনির্ভর পিকআপগুলোর ব্যবহার কমিয়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ঝুঁকছে। বর্তমানে দূষণ কমাতে ফোর্ডসহ বিশ্বের অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো গ্যাসোলিন নির্ভর গাড়ির উৎপাদন কমিয়ে বৈদ্যুতিক গাড়ির নির্মাণে মনোযোগ ও বিনিয়োগ বাড়াচ্ছে। দূষণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইউরোপ ও চীনকে। রয়টার্স জানিয়েছে, ফোর্ডের রউজ ইলেকট্রিক গাড়ি নির্মাণ সেন্টারে নতুন মডেলের বৈদ্যুতিক পিকআপ তৈরি ও বাজারজাত করার আগে পরীক্ষামূলক কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। সেখানে ফোর্ড তাদের লাইটনিং মডেলের গাড়ির বিভিন্ন অংশ সংযোজন করতে স্বয়ংক্রিয় প্লাটফর্ম ব্যবহার করে। এক্ষেত্রে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অংশের সংযোজন কাজ করে থাকে যন্ত্রমানব বা রোবট।
Discussion about this post