স্পোর্টস রিপোর্ট: স্থগিত হয়ে গেল হাংজু এশিয়ান গেমস। ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করা হলো এই আসর। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ভারপ্রাপ্ত সভাপতি রণধীর সিং শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াযজ্ঞ হিসেবে পরিচিত এশিয়ান গেমস। যার ১৯তম আসরটি চীনের হাংজুতে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। আসরটি স্থগিতের কারণ তাৎক্ষনিকভাবে জানানো হয়নি। তবে সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাংহাইয়ে নতুন করে লকডাউন জারি হয়েছে। সেখান থেকে এশিয়ান গেমসের আয়োজক শহর হাংজু প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তাই নির্ধারিত সময়ে আসর শুরু নিয়ে আলোচনা চলছিল কিছুদিন ধরেই।
Discussion about this post