কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় যাত্রী দুই সহোদর ঘটনাস্থালেই নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চাপায় থ্রিহুইলারের যাত্রী ওই দুই ভাই নিহত হন। নিহতরা হলেন, ফিরোজ মন্ডল (৪৫) ও মাদ্রাসা ছাত্র সামিরুল (১০)। তারা পাশ্ববর্তী পাংশা উপজেলার কলিমহর গ্রামে কৃষক রেজাউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, পাংশা থেকে ছেড়ে আসা থ্রিহুইলার যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাত্রা করে। গাড়িটি খোকসা উপজেলার পাইকপাড়ায় এসে পৌঁছালে সামনে থেকে আসা একটি পিকআপ ভ্যান থ্রিহুইলারের ওপর চালিয়ে দেয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও থ্রিহুইলারের চালক পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্র সামিরুল এবং তার আপন ভাই ফিরোজ মন্ডল নিহত হন। নিহতরা দু’জনই মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে থ্রিহুলারের যাত্রী হিসাবে উঠেন। গাড়িটির অপর যাত্রী ইতি খাতুন গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। তবে গাড়িটি আটক করা হয়েছে।
Discussion about this post