আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরের সময় একটি হোটেলের পাশে হামলা চালানোর কথা স্বীকার করেছে রাশিয়া। ওই হোটেলেই অবস্থান করছিলেন মহাসচিব। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে জাতিসংঘের মহাসচিবের যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার ঘণ্টাখানেক পর এ হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি হোটেলের পাশে হামলা চালানোর কথা স্বীকার করেছে রাশিয়া; ওই হোটেলেই অবস্থান করছেন কিয়েভে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে জাতিসংঘের মহাসচিবের যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার ঘণ্টাখানেক পর এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলার দায় নিয়েছে রাশিয়া। দু সপ্তাহের মধ্যে প্রথম বারের মতো এমন হামলা চালিয়েছে তারা। হামলায় ভেরা গ্রিচ নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত রেডিও লিবার্টির প্রযোজক ছিলেন বলে রেডিওটির পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার ‘বায়ু-ভিত্তিক অস্ত্র’ হামলা চালিয়েছে। এতে কিয়েভ আর্টিওম ক্ষেপণাস্ত্র এবং স্পেস এন্টারপ্রাইজের ভবন ধ্বংস হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, রাশিয়ার ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি জাতিসংঘ মহাসচিব যেই হোটেলে অবস্থান করছেন, তার কাছেই আঘাত হেনেছে। যদিও সে সময় মহাসচিব হোটেলে ছিলেন না। সে সময় তিনি ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে আলোচনায় জাতিসংঘের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন। বিবিসিকে গুতেরেস বলেছেন, ‘আমি অবাক হয়েছি, যেই শহরে আমি অবস্থান করছি, সেই শহরেই দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে। আসলে এটি এক নাটকীয় যুদ্ধ। আমাদের এই যুদ্ধ থামাতে হবে এবং এই যুদ্ধের জন্য অবশ্যই একটি সমাধান বের করতে হবে।’
Discussion about this post