নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে আল আমিন (৩০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলা সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর গইড়াভিটা গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার ছোট ভাই। আজ শনিবার ভোর ৫টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের কাঁচপুর সিনহা গার্মেন্টের সামনে এ দুঘটনা ঘটে। নিহতের বড় ভাই সোহেল রানা জানান, শনিবার ভোর ৫টার দিকে সেহরী খেয়ে নামাজ পড়তে বাসা থেকে বের হয়। নামাজ শেষে সিনহা গার্মেন্টের সামনে পৌছালে কয়েকজন ছিনতাইকারীকে দেখতে পান। এসময় তাদের মোটর বাইক যোগে ধাওয়া দিলে সিলেটগামী একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এসময় সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
Discussion about this post