ঠাকুরগাঁও প্রতিনিধি: আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকার এখন চিহ্নিত স্বৈরতন্ত্র ও স্বৈরাচারী দল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট বাংলাদেশের উপর, তাতে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্টানসহ মানবাধিকার লঙ্ঘনের যেসব বিষয় এসেছে তাতে নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই যে এই সরকার স্বৈরাচারী একটি সরকার। মির্জা ফখরুল আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, এই অনির্বাচিত সরকার এখন পুরোপুরি ভাবে নির্ভর হয়ে পড়েছে আমলাদের উপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপর। জনগন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরপরেও তারা (আওয়ামী লীগ) বলে তারা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে, এই কথা আমাদের কাছে হাস্যকর মনে হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোন নিয়ন্ত্রন নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের প্রশয়ে এখন মানুষের মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে এবং আইনের শাষন বলতে দেশে কিছু নেই। এটার প্রমান হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেট এর হামলা। পত্র পত্রিকায় আসলো হামলায় জড়িত আওয়ামী লীগ আর মামলা হল বিএনপির নামে। তিন দিনের রিমান্ড ও নেওয়া হল। এটাই হচ্ছে প্রশাসনকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, বিচার বিভাগকে দলীয়করণ করা। আর এসব এখন কিছু মিডিয়া তুলেও ধরছে। এই সরকার ক্ষমতায় এলেই আদিবাসী ও হিন্দু-সম্প্রদায়ের সম্পত্তি দখল হয় বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আজকে দেশের বিভিন্ন স্থানে আদিবাসীসহ হিন্দু-সম্প্রদায়ের মানুষের জমি দখল করছেন এই সরকার দলীয় লোকেরা। আর এই সব মানুষদের প্রশ্রয় দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। এই সরকারের দায়িত্ব আদিবাসী ও হিন্দু-সম্প্রদায়ের লোকদের রক্ষা করা। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post