মাগুরা প্রতিনিধি: আবহওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে মাগুরায় ইরিবোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে পাঁকা ধান কাটা শুরু করছে কৃষক । কৃষক চিন্তিত শিলা বৃষ্টি ও ঝড় নিয়ে। জানাগেছে, মাগুরা জেলার সর্বত্র এবছর ইরি বোরোধানের বাম্পার ফলন হযেছে। বর্তমানে পাঁকা ধান কাটা শুরু করছে কৃষক । প্রথমদিকে লাগানো ধান কাটছে কৃষক। ফলে সময় নেই কৃষকের হাতে। কৃষক চিন্তিত শিলা বৃষ্টি ও ঝড় নিয়ে। সেজন্য কাটা ধান বাড়ীতে আনতে ব্যস্ত কৃষক। কৃষি বিভাগ সুত্রে জানাযায়, এবছর জেলায় ৩৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে । মাঠের পর মাঠ পাঁকা ধান দেখে কৃষকের প্রাণ জুড়িযে যাচ্ছে। কৃষকরা জানান, প্রথমদিকে লাগানো পাকা ধান কাটার কাজ শুরু হয়েছে। ভালো ফলন ফলন হওয়াতে কৃষকের মধ্যে খুশির ভাব দেখা যাচ্ছে । কৃষি বিভাগ সুত্রে জানাযায়, ইরি বোরো চাষে কৃষকদের বীজ ,সার সহ প্রয়োজনীয় সহযোগতিা ও পরামর্শ প্রদান করা হয়েছে।
Discussion about this post