চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামে মাদকাসক্ত স্বামী বিল্লাল হোসেনকে পুলিশে দিলেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। বুধবার বিকালে মাদকাসক্ত সিএনজিচালক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজাতে পাঠিয়েছে আদালত। বিল্লাল বেপারীর স্ত্রী পিনু বেগম জানান, প্রায় ৩০ বছর যাবত তার স্বামী গাঁজা সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে বাড়ি এসে পরিবারের অন্য সদস্যদের প্রায়ই মারধর এবং ঘরের মালামাল ভাঙচুর করে। ঘটনার দিন গাঁজা কেনার টাকার জন্য আমার ও ছেলের নিকট টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমাদের মারধর করে দা নিয়ে দৌড়ে আসে। তার অমানবিক অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে পুলিশে দেয়া হয় তাকে।
Discussion about this post