বিনোদন ডেস্ক: কাজল আগারওয়ালের ভক্তদের জন্য সুসংবাদ। মঙ্গলবার পুত্রসন্তানের মা হয়েছেন ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় এই নায়িকা। স্বামী গৌতম কিচলু এবং কাজলের কোল আলো করে এসেছে পরিবারের নতুন সদস্য। মা এবং সদ্যোজাত দুজনেই ভালো আছেন। চলতি বছর জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। অনুরাগীদের প্রায়ই নিজের গর্ভাবস্থা নিয়ে আপডেটও দিতেন। অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের আবেগ নিয়ে খুব সোচ্চার ছিলেন অভিনেত্রী। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল এবং গৌতম। সম্প্রতি কাজল তার স্বামীর জন্য একটি ধন্যবাদ নোট লেখেন। অন্তঃসত্ত্বা অবস্থায় গৌতম যেভাবে অভিনেত্রীকে আগলে রেখেছিলেন সে বিষয়ে খুব খুশি অভিনেত্রী। নোটটা এ বিষয়ের উপরেই। কাজের ক্ষেত্রে শিগগিরই কাজলকে দক্ষিণী দুই সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণ অভিনীত ‘আচার্য’ ছবিতে দেখা যাবে। এর শুটিং শেষ। ২৯ এপ্রিল সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। নতুন অভিভাবক হিসেবে আপতত নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন কাজল এবং গৌতম।
Discussion about this post