বিনোদন ডেস্ক: সম্প্রতি যশ দাশগুপ্তকে নিয়ে সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত ‘দাদাগিরি’ অনুষ্ঠানে গিয়েছিলেন টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। এর আগেও এ জুটি এই অনুষ্ঠানে গিয়েছেন, তবে স্বামী-স্ত্রী পরিচয়ে সিলমোহর দেওয়ার পর প্রথমবার গেলেন। কিন্তু গিয়েই পড়লেন নেটিজেনদের কটাক্ষের মুখে। সোশ্যাল মিডিয়ায় ‘দাদাগিরি’র আসন্ন এই এপিসোডের প্রোমো দেখে এক নেটিজেন লিখেছেন, ‘না জানি পরের বছর আবার নুসরাতের স্বামী হিসেবে কাকে দেখতে পাবো!’ অন্য একজন লিখেছেন, ‘প্রত্যেক বছর নতুন একেকটা জামাই নিয়ে এসো নুসরাত।’ যদিও এসব কটাক্ষের কোনো জবাব দেননি যশ বা নুসরাত। এদিকে, প্রোমোতে তাদের কেমিস্ট্রির যে ঝলক উঠে এসেছে তা দেখে মুগ্ধ ভক্তরা। সৌরভ গাঙ্গুলী এই জুটিকে প্রশ্ন করেন, ‘কে বেশি অন্যের খেয়াল রাখে?’ প্রশ্ন শেষ হওয়ার আগেই আঙুল দিয়ে পরস্পরের দিকে ইশারা করেন যশ-নুসরাত। এই জুটির পাশাপাশি ‘দাদাগিরি’র এই স্পেশ্যাল এপিসোডে শামিল হবেন বালিগঞ্জের সদ্য নির্বাচিত তৃণমূলের সংসদ সদস্য বাবুল সুপ্রিয় ও তার স্ত্রী রচনা। আর থাকবেন জয় সরকার ও লোপামুদ্রা মিত্র। আগামী রবিবার জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত হবে এই এপিসোড।
Discussion about this post