ঢাকা : ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী বয়ে গেছে। সেই সঙ্গে ছিল প্রবল বৃষ্টি। বুধবার ভোরে রাজধানীতে প্রায় আধাঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ভোর ৬টার আগে দেশে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুরে। আবহাওয়া অধিদপ্তর আজ ভোররাতে বৃষ্টির খবর জানিয়েছিল আগেই। সেই অনুযায়ী ভোর থেকেই কালো মেঘে ছেয়ে গিয়েছিল রাজধানীর আকাশ। সকাল পৌনে ৭টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে সকালে এমন কালবৈশাখি ও বৃষ্টি ঝরেছে। সিলেট বিভাগে বৃষ্টির খবর পাওয়া না গেলেও সেখানে বর্ষণ হতে পারে যেকোনো সময়। কালবৈশাখিতে রাজধানীর বিভিন্ন স্থানে কোথাও গাছ, কোথাও গাছের ডাল ভেঙে পড়তে দেখা গেছে । মিরপুর ১৩ নম্বর এলাকায় একটি গাছ উপড়ে গেছে। রাজধানীর গুলশান এলাকায়ও গাছের ডাল ভেঙেছে। আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
Discussion about this post