আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপির। এক বিবৃতিতে প্রদেশটির সহযোগিতা পরিচালনা বিভাগ জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে ৪৫ জনের প্রাণহানি হয়েছে এবং প্রতিবেদন এলে এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। খবরে বলা হয়, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভূমিধ্বসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে।
Discussion about this post